খুলনায় মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন গ্রেফতার-খুলনার খবর
মহিদুল ইসলাম (শাহীন) বটিয়াঘাটা ||খুলনা মহানগরীতে গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী অভিযানে ১৬৫ পিস ইয়াবা ও ৬শ’ গ্রাম গাঁজাসহ ৫জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুন)। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, বাগেরহাটের মোড়েলগঞ্জের সুতালরি গ্রামের মৃত আতাহার হাওলাদারের ছেলে নগরীর গ্যাদনপাড়ার আলামিন হাওলাদার অনি (৩৬), ঝালকাঠির নলছিটির ভৈরব পাশার মৃত ইছাহাক শেখের ছেলে দক্ষিণ টুটপাড়া মহিরবাড়ীর বড় খালপাড়ের মনিরুল ইসলাম সাদ্দাম (৩০), নগরীর দৌলতপুরের কার্তিককুল হাইস্কুলের সামনে মোঃ সামছু মাতুব্বরের ছেলে মোঃ শাহ আলম (৩৫), খালিশপুরের বৈকালী ম্যানগ্রোভের পেছনের মৃত ছিদ্দিক গাজীর ছেলে মাছুদ গাজি (২১) এবং খালিশপুরের বাস্তুহারা কলোনীর ১২নং রোডের মোঃ মান্নানের স্ত্রী শামছুন্নাহার (৪২)।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.