যশোর ও নোয়াপাড়া পৌর এলাকায় কঠোর বিধি নিষেধ জারি-খুলনার খবর
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি||যশোরে করোনাভাইরাস সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পাওয়ায় যশোর ও অভয়নগরের নোয়াপাড়ায় পৌরসভার সব ওয়ার্ডে নতুন করে বিধি নিষেধ আরোপ করা হয়েছে।
যশোর জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।যশোর জেলা প্রশাসক মোহাম্মদ তুমিজুল ইসলাম খান এই সভায় সভাপতিত্ব করেন।
প্রতিদিন যশোর পৌরসভা ও অভয়নগর নওয়াপাড়া পৌর এলাকায় সংক্রমণ দিন দিন বাড়ছে যার ফলে এই কঠোর বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হচ্ছে প্রশাসন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যশোর পৌরসভা ২টি ওয়ার্ড ও নওয়াপাড়া পৌরসভা ১২টি ওয়ার্ডের চলমান বিধি-নিষেধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনা প্রতিরোধ কমিটির সদস্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সাইফুজ্জামান জানান,করোনা প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী যশোর এবং নওয়াপাড়া পৌরসভা সবকটি ওয়ার্ডে কঠোর বিধিনিষেধ আরোপ করাসহ মাক্স ব্যবহারের উপর গুরুত্ব দেয়া হবে। ধর্মীয় প্রতিষ্ঠান ও কাঁচা বাজার ও অন্যান্য প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি উপর নজর রাখা হবে। এছাড়াও মোটরসাইকেল একজন, অটোরিকশায় দুইজনের বেশি চলাচল করতে পারবে না।এছাড়াও যশোর জেলা প্রশাসকের সৌজন্যে যশোর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্যবিধি সংক্রান্ত মাইকিং করা হচ্ছে।
No comments
please do not enter any spam link in the comment box.