Monday, March 17.

Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    লিডার্স এর বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত || খুলনার খবর

    খুলনার খবর||পরিতোষ কুমার||বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজেনে “ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড” এর আর্থিক সহযোগিতায় ২৯ মার্চ ২০২১ তারিখে খুলনা হতে বার্ষিক পুনর্মিলনী করার উদ্দেশ্যে লঞ্চ যোগে সুন্দরবনের করমজল, ডিমেরচর, কচিখালী, হাড়বাড়িয়া ও কটকা ভ্র্রমন করে।

    ৩০ মার্চ লিডার্স এর কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত বার্ষিক পুনর্মিলনী  উদ্বোধনী অনুষ্ঠানে লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল যুম মিটিং এর মাধ্যমে উক্ত বার্ষিক পুনর্মিলনীর শুভ উদ্বোধন ঘোষণা করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন লিডার্স এর কার্যনির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ সুজাতা রানী মিস্ত্রী প্রমুখ।

    উক্ত বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতি মহোদয় বলেন, “লিডার্স এর এক বছরের কার্যক্রম শেষে প্রতিবছর এই বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এ বছর সুন্দরবনের বিভিন্ন স্থান ভ্রমন পূর্বক আনন্দঘন পরিবেশে লিডার্স এর এক বছরের সকল কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন ও লিডার্স এর অগ্রগতি বিষয়ে সুপারিশ লিডার্সকে আরও এগিয়ে নিয়ে যাবে আমার বিশ্বাস।”গতকাল এই ভ্রমনের সমাপ্তি ঘোষণা করা হয়।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad