কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী জসীম উদ্দীনের পথসভা অনুষ্ঠিত
পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর// কেশবপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ৫ জানুয়ারি ৭নং পাজিয়া ইউনিয়নে দলীয় প্রতীক পেলেন সমাজসেবক জসিম উদ্দীন। নৌকা প্রতীক পেলে তার কর্মী-সমর্থককা আনন্দে মাতোয়ারা হয়ে উঠেন। তারা চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দীনকে নিয়ে পথসভা শুরু করেন। মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের গড়ভাংগা বাজারে এ পথসভা অনুুষ্ঠিত হয়। এসময় এলাকার শতশত নেতাকর্মীরা পথসভায় যোগদান করেন।
উক্ত পথসভায় উপস্থিত ছিলেন, পাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, সাবেক চেয়ারম্যানের ও কেশবপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়ার মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান, সুশান্ত চন্দ্র, এনামুল কবীর বুলুসহ ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দীন বলেন, "আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নৌকা মার্কা প্রতীক দিয়ে পাঠিয়েছে। এ প্রতীক দেশবাসীর উন্নয়নের প্রতীক। আমি আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাব। আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নৌকা মার্কা বিজয়ী হলে এলাকার উন্নয়ন হবে, দেশ এগিয়ে যাবে।" এসময় নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান এবং সকলের সহযোগীতা, দোয়া / আশির্বাদ প্রার্থনা করেন।
No comments
please do not enter any spam link in the comment box.