নড়াইলে বিশ্ব এইডস দিবস পালিত
মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ঃ " সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে পালিত হল বিশ্ব এইডস দিবস। দিবসটি পালন উপলক্ষে নড়াইল জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি র্যালী শুরু হয়ে সিভিল সার্জন অফিস চত্বর প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
সিভিল সার্জন ডাঃ নাছিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার, ডাঃ শফিক তমাল, মোঃ মোল্যা ফুরকান আলী, মোঃ ইউসুস আলী, পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর নড়াইলের সমন্বয়ক শরিফুজ্জামান, লোহাগড়া পৌর প্রেসক্লাবের সভাপতি শিমুল হাসানসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারি, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেনন।
No comments
please do not enter any spam link in the comment box.