নড়াইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সন্মেলন অনুষ্ঠিত
মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ঃ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লোহাগড়া উপজেলা শাখা আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় লোহাগড়া জয়পুর পূজা মন্দির চত্বরে এ সন্মেলন অনুষ্ঠিত হয়। সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামিলীগ এর সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নড়াইল জেলার সভাপতি মলয় কান্তি নন্দী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রানতোষ আচার্য।
ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ রানা দাশগুপ্ত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক দেবাশীষ বিশ্বাস, নারায়ন চন্দ্র পাল, বাবু ভরত বিশ্বাস, অরবিন্দ আচার্য, প্রভাষক রুপক মুখার্জি, কাজল পাল, জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আকতার হোসেন, যুবলীগ নেতা মহাসিন উদ্দীন প্রমুখ।
No comments
please do not enter any spam link in the comment box.