দায়িত্ব নিলেন লোহাগড়া পৌরসভার নতুন মেয়র ও কাউন্সিলরগন
মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া( নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব সৈয়দ মশিউর রহমান ও কাউন্সিলরগন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ সময় নবনির্বাচিত মেয়র সৈয়দ মশিউর রহমান পৌরবাসীর সার্বিক কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একইসঙ্গে সব দল মত পথের মানুষের জন্য পৌর দরজা খোলা থাকবে এবং পৌরবাসীর স্বার্থ সংরক্ষণে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের এ বিজয়ী মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী মেয়র মো. আশরাফুল আলম।
গতকাল বৃহস্পতিবার দুপুরে লোহাগড়া পৌরসভা কাযার্লয়ে নব নির্বাচিত মেয়র সৈয়দ মসিয়ুর রহমানের সভাপতিত্বে ও পৌর সচিব মো. তফিকুল আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা রোসলিনা পারভীন, বিদায়ী মেয়র মো. আশরাফুল আলম, লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন, কাউন্সিলর মো. আনিচুর রহমান, মো. গিয়াস উদ্দিন ভূইয়া, নারী কাউন্সিলর রাজিয়া সুলতানা বিউটি জবা, লোহাগড়া পৌর প্রেসক্লাবের সভাপতি শিমুল হাসান, সাধারন সম্পাদক শরিফুজ্জামান প্রমুখ।
এসময় সাবেক মেয়র মো. আশরাফুল আলম নবনির্বাচিত মেয়র সৈয়দ মসিয়ুর রহমানের নিকট দায়িত্বভার হস্থান্তর করেন। এর আগে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
No comments
please do not enter any spam link in the comment box.