Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    ডুমুরিয়ায় প্রতিহিংসার জেরে আগুনে দোকান পুড়ে ছাঁই ||খুলনার খবর২৪


    খুলনার খবর২৪||অমিত আকুঞ্জী||খুলনার  জেলার ডুমুরিয়া থানার আন্দুলিয়া গ্রামে আদর ফার্মেসি নামে একটি ঔষধ এর দোকানে প্রতিহিংসার জেরে আগুন লাগিয়ে দিয়েছে দূর্বৃত্তরা।আগুনে পুড়ে আনুমানিক ৭লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

    গতকাল রোববার রাত আনুমানিক ৩ টার দিকে দোকানের সাটারের নিচ দিয়ে কাঠির মাধ্যমে জ্বালানি তেল দ্বারা আগুন লাগিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে দোকানের মালিক মো: মোজাহিদ হোসেন সজল অভিযোগ করে বলেন, প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার দোকানে আগুন লাগানো হয়েছে।পরে এলাকাবাসীর সহযোগিতায় ভোররাতে আগুন নিভানো হয়।আগুনে পুড়ে ঔষধ,মেডিকেল ইকুপমেন্ট নগদ টাকা মোবাইল ল্যাবটব সহ প্রায় ৭ লক্ষ টাকা মত ক্ষতি হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিহিংসার জোরে  এমন জঘন্ন কাজ করা হয়।

    এ ব্যাপারে সন্দেহ ভাজন ব্যক্তিদের নামে মামলার প্রস্তুতি চলছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad