কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে মাহেন্দ্র ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১|| খুলনার খবর২৪
খুলনার খবর২৪||কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে মাহেন্দ্র ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৬০) একজন নিহত হয়েছেন।
নিহত আব্দুর রাজ্জাক খোকসা উপজেলার হেলালপুরের মৃত মোবারক শেখের ছেলে।
গতকাল শনিবার (৮ আগষ্ট) বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কালুরমোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ও পুলিশের বরাত দিয়ে জানা যায়, কুষ্টিয়া অভিমুখে মাহেন্দ্র যাত্রী নিয়ে যাবার সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাহেন্দ্রতে থাকা যাত্রীদের মধ্যে ছোট শিশুসহ ১০ জন আহত হয়। আহতদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়। এসময় আহত আব্দুর রাজ্জাক ও তুষারকে (২০) গুরুত্বর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে আব্দুর রাজ্জাক মারা যান।
কুমারখালি থানার ওসি জানান, ইতিমধ্যে নসিমন ও মাহেন্দ্র জব্দ করা হয়েছে। উভয় গাড়ির ড্রাইভার পলাতক রয়েছে।তবে তাদের ধরতে অভিযান শুরু করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.