চলে গেলেন কিংবদন্তি সুরকার আলাউদ্দিন আলী ||খুলনার খবর২৪
ছবি সংগৃহিত |
তার শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে গত শনিবার ভোর পৌনে ৫টায় আলাউদ্দিনকে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা বিবেচনা করে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।আলাউদ্দিন আলী ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছিলেন। ২০১৫ সালের ৩ জুলাই তাকে ব্যাংকক নেয়া হয়েছিল। সেখানে পরীক্ষার পর জানা যায়, তার ফুসফুসে টিউমার রয়েছে। এরপর তার অন্যান্য শারীরিক সমস্যার পাশাপাশি ক্যানসারের চিকিৎসাও চলছিল।এর আগে বেশ কয়েক দফায় তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সব রোগ আর জটিলতাকে কাটিয়ে এবার না ফেরার দেশে পাড়ি জমালেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই গীতিকার ও সুরকার।তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীত-চলচ্চিত্রসহ বাংলাদেশের শোবিজে।
No comments
please do not enter any spam link in the comment box.