মাত্র ৫০টাকায় বাঁজি ধরে কাঁচামাছ খাওয়ার অভ্যাস করেছেন কামাল হোসেন||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||বাগেরহাটের দশানির কামাল হোসেন (৪০) নামের এই লোকটির কথা এখন সবার মুখেমুখে।কারনটা হলো তিনি জ্যান্ত কাঁচামাছ অবলিলায় খেতে পারেন।রান্না করা মাছের চেয়ে কাঁচামাছ তার পছন্দের খাবারে পরিনত হয়েছে।এখন সে সব সময়ই খাবারের তালিকায় কাঁচামাছ রাখেন এবং সেটা খেয়েও ফেলেন।এই নিয়ে এলাকায় একপ্রকার হইচই পড়ে গেছে।
কাঁচামাছ খেকো কামাল হোসেন জানান,মাত্র তিনমাস আগে বন্ধুদের সাথে বাঁজি ধরে তিনি কাঁচামাছ খান।তারপর থেকেই তিনি প্রতিনিয়ত কাঁচামাছ খেতে শুরু করেন।পারিবারিকভাবে তিনি চার মেয়ে ও এক ছেলের জনক।পরিবার থেকে এইবিষয়ে তাকে কোন প্রকার নিষেধ করা হয়না।একসময় ৫০ টাকার বাঁজি ধরে কাঁচামাছ খাওয়া এখন তার অভ্যাসে পরিনত হয়েছে।তিনি জানান,আমি যতদিন বেঁচে থাকবো কাঁচামাছ খাওয়া চালিয়ে যাবো।
এই নিউজটির সম্পুর্ন ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুনঃ
https://youtu.be/091xF4TrTyc
No comments
please do not enter any spam link in the comment box.