আগামী ২৫ আগস্টের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত|| খুলনার খবর২৪
খুলনার খবর২৪||দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে গত পাঁচ মাস যাবত স্কুল কলেজসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বর্তমানে ধীরে ধীরে সব কিছু খুলে দিচ্ছে সরকার। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে কবে নাগাদ খুলবে তা জানা যাবে আগামী ২৫ আগস্টের পর।
গত সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন,২৫ আগস্টের পরে আমরা ঘোষণা করব। যখনই সিদ্ধান্ত হবে তখনই তা সবাইকে জানিয়ে দেয়া হবে।এবং ঘোষনা দেবার ১৫ দিনের নোটিশে প্রথমে এইচএসসি পরিক্ষা শুরুর চিন্তা ভাবনা করছে শিক্ষা মন্ত্রনালয়।
উল্লেখ্য,মহামারী করোনা ভাইরাসের কারণে গত১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।তবে এই বন্ধের মধ্যে যাতে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি না হয় সেজন্য শিক্ষা মন্ত্রনালয় বিভিন্ন ভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংসদ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ অনলাইনের মাধ্যমে তাদের শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে যাচ্ছে।
No comments
please do not enter any spam link in the comment box.