খুলনার বাজারে ইলিশের সরবরাহ বেশি,তাই কমেছে দামটাও ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||খুলনার বাজারগুলোতে বেড়েছে ইলিশের সরবরাহ।বিপরীতে কোরবানির ঈদের আমেজে মাছের বাজারে ক্রেতা কিছুটা কম। ফলে বড় ইলিশের দামও কমেছে।বাজারগুলোতে বড় আকারের ইলিশ পাওয়া যাচ্ছে ৯০০ থেকে ১১০০ টাকা কেজিতে।আর ছোটগুলোর দাম আরো কম। ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে ছোট আকারের ইলিশ।আজ বিভিন্ন বাজার ঘুরে ও খোঁজ নিয়ে এমন চিত্র পাওয়া যায়।
বাজার ঘুরে দেখা যায়, বাজারে বড় ইলিশের বেশ সমাগম রয়েছে। দেড় থেকে দুই কেজি ওজনের ইলিশসহ ছোট-বড় ইলিশে বাজার ভরপুর।সোনাডাঙ্গা বৌবাজারের বিক্রেতা সজল জানান, দেড় থেকে পৌনে দুই কেজি ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১৩০০ টাকার মধ্যে। এক থেকে সোয়া কেজির মাছ বিক্রি হচ্ছে ৯০০ থেকে এক হাজার টাকা কেজি। এ ছাড়া ৬০০-৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ থেকে সাড়ে ৬০০ টাকা কেজি।
No comments
please do not enter any spam link in the comment box.