যশোরের কেশবপুরে ২ দল মাদক কারবারির গোলাগুলিতে নিহত ১|| খুলনার খবর২৪
খুলনার খবর২৪||যশোরের কেশবপুর উপজেলার দোরমুটিয়া গ্রামে ২ দল মাদক কারবারির মাদক ও টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গত ২ আগস্ট (রবিবার) রাতে গোলাগুলিতে মাদক মামলার আসামি মনিরুজ্জামান (৩৮)নিহত হয়েছে। ৩ আগস্ট (সোমবার) সকালে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ১টি শাটার গান ও এক কেজি গাঁজা উদ্ধার করেছে।
কেশবপুর থানা পুলিশ সূত্রে জানা যায়,২ দল মাদক কারবারির ভিতর টাকা ও মাদক ভাগাভাগিকে কেন্দ্র করে উপজেলার দোরমুটিয়া গ্রামের একটি ইটের ভাটার পূর্বপাশে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় দোরমুটিয়া গ্রামের মনিরুজ্জামান (৩৮) নিহত হয়।খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের মরাদেহসহ একটি শাটার গান, দুই রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন জানান, নিহত মনিরুজ্জামানের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তার নামে কেশবপুর থানায় ১৫টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.