বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি || মাধ্যমিক ও প্রাথমিকের সমাপনী পরীক্ষা শিঘ্রই
খুলনার খবর২৪||করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আরেক দফা শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর কথা ভাবছে সরকার।পাশাপাশি এইচএসসি, অষ্টম ও পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিগগির সিদ্ধান্ত নেবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রীরা এ বৈঠকে যোগ দেন।এইচএসসি ও অন্যান্য পরীক্ষার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা ও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বিভাগ তারা মোটামুটি আলোচনা করেছে। এইচএসসি বা অন্যান্য পরীক্ষা সেটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করছে। তারা দেখবে, দেখে তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নেবে। তবে স্কুল-কলেজ এখনো খোলার মতো সময় হয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। কিন্তু পরীক্ষার বিষয়ে উনারা খুব চিন্তা-ভাবনা করছেন।
তবে কওমি মাদ্রাসার পরীক্ষাগুলো নেয়ার অনুমোদন দেয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তবে পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হলেও কিতাব বিভাগ চালুর অনুমতি দেয়া হয়নি বলে জানান তিনি।
সম্প্রতি শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, এখনো শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি আসেনি। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন সাংবাদিকদের জানান, সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি হয়নি।
নতুন করে আরও ১৫ দিন ছুটি বাড়ানো হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আগামী এক দুই দিনের মধ্যে এ ব্যাপারে ঘোষণা আসতে পারে।
No comments
please do not enter any spam link in the comment box.