বটিয়াঘাটায় সড়ক দুর্ঘটনায় আহত দুই,চালক পলাতক,বাস আটক
মোঃইমরান, বটিয়াঘাটা,প্রতিনিধি, খুলনা// আজ খুলনা চালনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছে। সকাল সাড়ে দশটায় বটিয়াঘাটা সড়কের ঢেওয়াতলা সুইচগেট নামক স্থানে ভ্যানে থাকা দুই যাত্রীকে চাপা দেয় বাস ড্রাইভার। এতে ঘটনাস্থলেই ভ্যানের উপর থাকা দুই যাত্রী রক্তাক্ত জখম ও গুরুতর আহত হয়।
এদেরকে দ্রুত স্থানীয়রা বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা সার্জিক্যাল ক্লিনিকে চিকিৎসাধীন ভর্তি করেন। আহত ব্যক্তিরা হলেন উপজেলার কাতিয়ানাংলা গ্রামের মৃত উজির আলীর পুত্র দাউদ আলী সরদার (৫৫) ও একই গ্রামের মোকলেস মোল্লার পুত্র রাসেল মোল্লা (৩৫)। এদের মধ্যে রাসেলের অবস্থা আশংকা জনক। তার চারটি দাত ভেঙ্গে গেছে ও একটি চোখে গুরুতর আঘাত লেগেছে। বাসের অন্যান্য যাত্রীরা অক্ষত রয়েছে। তবে ঘাতক বাস চালক পালিয়ে গেছে।
বটিয়াঘাটা থানার ওসি তদন্ত মোঃ জাহিদুর রহমান বলেন,এবারে ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো অভিযোগ দাখিল হয়নি। তারা চিকিৎসাধীন আছেন। অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তবে বাসটি আটক করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.