কেশবপুরে হকি খেলোয়াড়ে প্রশিক্ষণ পেল ৩০ নারী
গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে নারীদের এই হকি প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় হকি কোচ কাওসার আলী, বাংলাদেশ হকি ফেডারেশনের কোচ হাসান রনি, প্রাক্তণ হকি খেলোয়াড় লুৎফর রহমান, নাসিম আহম্মেদ সিদ্দিকী বিলু, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, ক্রীড়া শিক্ষক ও প্রশিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ ।
খেলোয়াড়দের হকি প্রশিক্ষণ দেন, যশোর জেলা হকি প্রশিক্ষক হাসান রনি, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম, জাতীয় দলের হকি খেলোয়াড় লিমা খাতুন ও প্রশিক্ষক নাজনীন শশী মাপ্তি।
যশোর জেলার মধ্যে একমাত্র কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে নারীদের এই হকি প্রশিক্ষণ দেয়া হয়। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এসব নারী খেলোয়াড়রা এ বিদ্যালয়ের মাঠ থেকেই প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন পর্যায়ে খেলা করে খ্যাতি ও পুরস্কার অর্জন করেছে তারা। ইতিমধ্যে ৪ নারী এখান থেকে প্রশিক্ষণ নিয়ে জাতীয় হকি দলে জায়গা করে নিয়েছে। খ্যাতি ও পুরস্কার অর্জনকারীরা হলো উপজেলার ইমাননগর গ্রামের মৃত নিছার আলীর মেয়ে মুক্তা খাতুন, বেলকাটি গ্রামের মৃত মতলেব আলী মোড়লের মেয়ে লিমা খাতুন, ব্যাসডাঙ্গা গ্রামের মশিয়ার রহমানের মেয়ে সোনিয়া খাতুন ও গড়ভাঙ্গা গ্রামের ইলাহি বক্সের মেয়ে লিমা আক্তার। এছাড়া সম্প্রতি বাংলাদেশ বেসামরিক বিমান বাহিনীর নারী হকি দলে তারা চারজনই সুযোগ পেয়েছে। গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করেছিলেন, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল আহাদ আল বাহার।
No comments
please do not enter any spam link in the comment box.