খুলনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মানবাধিকার দিবসের আলোচনা সভা
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি ও আয়োজন কমিটির আহবায়ক আলহাজ্ব গাজী আলাউদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালী উদ্বোধন করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব মাওলানা অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে নির্ধারিত বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহণ করেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের খুলনার প্রকল্প পরিচালক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ, খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. তুহিন রায় এবং খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস. এম. জাহিদ হোসেন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের খুলনা মহানগর সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু’র উপস্থাপনায় পবিত্র গ্রন্থ থেকে তেলাওয়াত ও পাঠ এবং সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সংগঠনের বিগত দিনের খুলনা মহানগর শাখার বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত ভিডিও উপস্থাপন করা হয়। আলোচকবৃন্দ অন্যায়কে বর্জন করা এবং সর্বস্তরে ন্যায় প্রতিষ্ঠায় মানবাধিকার কর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন উপদেষ্টা এস. এম. শাহনেওয়াজ আলী, সহ-সভাপতি আলহাজ রোটাঃ সরদার আবু তাহের, মোহাম্মদ আরিফ, শেখ মোঃ নাসির উদ্দিন ও আব্দুস সালাম শিমুল, আয়োজন কমিটির সদস্য সচিব মোঃ আজিজুল হক, এস কে রানা আহমেদ, বিমল মল্লিক, মোঃ বদিউজ্জামান লাবলু, হাসানুর রহমান তানজির, ইসরাত জাহান জিনাত, হুমায়ন কবির বালী, মোঃ মনির হোসেন, মোঃ রকিব উদ্দিন মোল্ল্যা, বিপ্লব কান্তি দাস, শায়খুল ইসলাম বিন হাসান, অসীম কুমার বিশ্বাস, কাজী আব্দুল মান্নান, সোহাগ হোসেন, মোঃ ইউনুস সানা, ইলিয়াছ হোসেন লাবু, মানসুরা তুলি, এম হানিফ হোসেন, নিজাম উদ্দিন মোল্লা রাজীব, মোঃ শাহীন আলম বাবু এবং সাংবাদিক মোহাম্মদ মিলন, মামুন রেজা, মোঃ একরামুল হোসেন ও সাগর জাহিদুল।
অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি আলহাজ্ব রোটাঃ সরদার আবু তাহের খুলনা সিটি কর্পোরেশনে দীর্ঘ কর্ম জীবন শেষে অবসর গ্রহণ করায় সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলামের ভাইয়ের আশু সুস্থতা কামনা করা হয়।
No comments
please do not enter any spam link in the comment box.