মাগুরায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
খুলনার খবর// মাগুরায় আজ রবিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ডিজিটাল বাংলাদেশর অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বক্তব্য রাখেন পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।
আলোচনা সভা শেষে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক রচনা প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ৬ জন বিজয়ী শিক্ষর্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
No comments
please do not enter any spam link in the comment box.