তিন কোটি টাকা গচ্চা খুলনার আধুনিক রেলস্টেশনে
খুলনার খবর// খুলনা আধুনিক রেলস্টেশনের প্লাটফর্ম উঁচুকরণে সরকারের গচ্চা যাচ্ছে প্রায় ৩ কোটি টাকা। দুর্ভোগের মধ্যেই যাত্রীদের ট্রেনে ওঠানামা করতে হয়েছে দীর্ঘ আড়াই বছর। এ দীর্ঘ সময় পর টনক নড়েছে কর্তৃপক্ষের।প্লাটফর্ম উঁচুকরণের কাজ হাতে নিয়েছে রেল কর্তৃপক্ষ।আগামী ডিসেম্বর নাগাদ শেষ হবে এর কাজ।
খুলনা রেলওয়ে সূত্র জানিয়েছে, খুলনাবাসীর দীর্ঘদিনের প্রতিক্ষিত আধুনিক রেলস্টেশন নির্মাণ শেষ হয় ২০১৮ সালে। নির্মাণের পর জটিলতা থেকে যায় প্লাটফর্মের উচ্চতা নিয়ে। ট্রেনের পাটাতন থেকে প্লাটফর্ম নিচু হওয়ায় দুর্ঘটনার শঙ্কা দেখা দেয়। স্টেশনের প্লাটফর্ম উঁচুকরণের দাবিতে কর্মসূচি পালন করে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটিসহ বিভিন্ন সংগঠন। চলতি বছরের এপ্রিলে প্লাটফর্ম উঁচুকরণের জন্য কাজ শুরু হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সহকারী প্রকৌশলী কাজী ওয়ালিউল হক বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে আমরা মেইনটেন্যান্সের কাজের আওতায় প্লাটফর্ম উঁচুকরণের কাজ হাতে নিয়েছি। আধুনিক রেলস্টেশন নির্মাণের সময় পরার্মশক প্রতিষ্ঠানের দেওয়া নকশা অনুযায়ীই করা হয়েছিল। সেখানে কোনো ত্রুটি ছিল না। তবে বর্তমানে যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে প্লাটফর্ম উঁচু করা হচ্ছে। ছয়টি প্লাটফর্মের মধ্যে চারটির কাজ ৫০ শতাংশ শেষ হয়েছে। আগামী ডিসেম্বর নাগাদ বাকি কাজ শেষ হবে।
রেল সূত্র জানিয়েছে, বর্তমান উচ্চতা থেকে ১ ফুট উঁচু করা হচ্ছে। পূর্বে স্টেশনগুলোর উচ্চতা ছিল ২ ফুট ৯ ইঞ্চি। বর্তমানে ৩ ফুট ৯ ইঞ্চি উঁচু করা হচ্ছে। ইতোমধ্যে ছয়টি প্লাটফর্মের মধ্যে চারটি প্লাটফর্ম উঁচু করা হবে। সূত্রটি জানায়, আধুনিক রেলস্টেশনের প্লাটফর্ম উঁচুকরণ কাজের এগ্রিমেন্ট হয় চলতি বছরের ২৬ এপ্রিল। ১ ও ২নং প্লাটফর্ম উঁচুকরণে ২৭ এপ্রিল টেন্ডার পেয়েছে মেসার্স অনিক এন্টারপ্রাইজ। এ দুটি প্লাটফর্মের সংস্কার কাজের ব্যয় ধরা হয়েছে দেড় কোটি টাকা। বর্তমানে কাজ চলমান রয়েছে। এ ছাড়া ৫ ও ৬নং প্লাটফর্মের টেন্ডার পেয়েছে এমজেড কনস্ট্র্রাকশন। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি ৪০ লাখ টাকা। আর ৩ ও ৪নং প্লাটফর্মের টেন্ডার হলেও নোটিফিকেশন অব এ্যাওয়ার্ড (নোয়া) ইস্যু হয়নি। এখন ১, ২, ৫ ও ৬ নম্বর প্লাটফর্মে ঢালাই ও ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান অনিক এন্টারপ্রাইজের প্রকৌশলী উজ্জ্বল বলেন, ১ ও ২নং প্লাটফর্মের কাজ ৪০ শতাংশ শেষ হয়েছে। ডিসেম্বর মাসের মধ্যে পুরো কাজ শেষ হবে।
প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা এ স্টেশনে দুর্ভোগ কমেনি যাত্রীদের। সে সময় যদি প্লাটফর্ম উঁচু করত তাহলে এই ৩ কোটি টাকা অতিরিক্ত খরচ হতো না। অল্প টাকা খরচ হতো এবং যাত্রী দুর্ভোগ কমত।
No comments
please do not enter any spam link in the comment box.