Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে সুন্দরবন

    খুলনার খবর// দীর্ঘ চার মাস পর আজ বুধবার (১ সেপ্টেম্বর) থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে সুন্দরবন। এরই মধ্যে পর্যটকদের নিয়ে সুন্দরবন ভ্রমণের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ট্যুর অপারেটররা। তবে, পর্যটক বুকিংসহ সার্বিক প্রস্তুতি শেষে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অধিকাংশ অপারেটর সুন্দরবন যেতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


    খুলনার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন, খুলনার সভাপতি মঈনুল ইসলাম জামাদ্দার জানান, অধিকাংশ ট্যুর অপারেটর আজ প্রথমদিনে বনে যেতে পারবেন না। তার প্রধান কারণ হলো পূর্ব প্রস্তুতি। অনেকেই বুকিং দিয়েছেন। ট্যুর অপারেটররা জানতেন না যে ১ সেপ্টেম্বর সুন্দরবন পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। না জানার কারণে অনেক বুকিং তিনি ফিরিয়ে দিয়েছেন। স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে লঞ্চ ছাড়লে তাদের ক্ষতি হবে।তাই প্রথমদিনে সুন্দরবনের উদ্দেশ্যে লঞ্চ ছাড়বেন না বলে জানিয়েছেন।


    সংগঠনের সাধারণ সম্পাদক এম নাজমুল আযম ডেভিড জানান, দীর্ঘ দিন বন্ধ থাকায় অনেক পর্যটক যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বর্তমানে কোনো পর্যটক নেই। যা আসছে, তা নিয়ে বনের উদ্দেশ্যে গেলে চালান থাকবে না।


    খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, ১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত হচ্ছে। প্রত্যেকটা লঞ্চে ৭৫ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে হবে। উপযুক্ত স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। উল্লিখিত নীতিমালা অমান্য করে কোনো ট্যুর অপারেটর অধিক পর্যটক বহন বা পরিবেশ বিঘ্নিত করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে 



    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad