খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে
খুলনার খবর// আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড়ের ৪৮ নম্বর সার্কুলার রোড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা লাশ উদ্ধার করেন।বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন।
স্বামী খান মোহাম্মদ শাওন (৩৫) ও তার স্ত্রী জান্নাত বেগম (২৬)। শাওন সেন্টারিং মিস্ত্রি ছিলেন। তিনি একই এলাকার শাহাদাত আলী খান সড়কের বাসিন্দা খান মোহাম্মদ মহসিনের ছেলে। তাদের ৪ বছরের একটি কন্যা রয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শাওন তার পরিবার নিয়ে মহানগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড়ের ৪৮ নম্বর সার্কুলার রোড এলাকার এম,ডি নাসির উদ্দিনের বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন।আজ বৃহস্পতিবার ঘটনার সময় তাদের হাতে ৩/৪ হাত লম্বা একটি লোহার রড দেখা যায়। যেটি ওই বাড়ির বারান্দা ঘেষে যাওয়া বিদ্যুতের ১১ হাজার কেভি লাইনে লেগে যায়। তাতেই স্পৃষ্ঠ হয়ে মারা যান স্বামী-স্ত্রী।
বাড়ির মালিক এম,ডি নাসির উদ্দিন বলেন,গত ৪ মাস আগে শাওন মাসিক ৩ হাজার ৮শ টাকা ভাড়ায় তার বাড়ির তৃতীয় তলায় ওঠেন। বৃহস্পতিবার পারিবারিক কোন্দলে হয়তো রড নিয়ে স্বামী-স্ত্রী একে অপরকে আঘাত করতে গিয়েছিল। আর সেই রড বিদ্যুতের তারে স্পৃষ্ঠ হওয়ায় তারা মারা যান। খবর পেয়ে তিনি ছাদে উঠে অন্য একটি লাঠি দিয়ে তার থেকে রডটি সরিয়ে দিলে তারা পড়ে যান।
খুলনা ফায়ার সার্ভিস টুটপাড়া স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার মোঃ নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে তারা লাশ উদ্ধার করেছেন।
No comments
please do not enter any spam link in the comment box.