মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ' এর স্মৃতি বিজড়িত ঘরটি ভাংগা পড়ছে শীঘ্রই-খুলনার খবর
সৈয়দ বুলবুল আহমেদ পারভেজ (মাগুরা প্রতিনিধি)||শীঘ্রই মুছে যাচ্ছে কবি' স্মৃতি।মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ' এর স্মৃতি বিজড়িত ঘরটি ভাংগা পড়ছে শীঘ্রই। মাগুরা থেকে মধুখালি পর্যন্ত রেললাইনের কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যে অধিগ্রহণও হয়ে গেছে অধিকাংশ যায়গা।
এদিকে রেললাইনের কাজের সুবাদে ভাংঙ্গা পড়ছে বাংলার মুসলমানদের গনজাগরণের কবি সৈয়দ ফররুখ আহমদ এর ঘর। ইতিমধ্যে সরকার লাগিয়ে দিয়েছে লাল নিশান। সাথেই রয়েছে কবির বাবা-মায়ের কবর।
“তোরা চাসনে কিছু কারো কাছে
খোদার মদদ ছাড়া,
তোরা পরের উপর ভরসা ছেড়ে
নিজের পায়ে দাঁড়া।”(কবি,ফররুখ আহমদ)
কবি ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরা শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে জন্ম নেন। পিতা খান বাহাদুর সৈয়দ হাতেম আলীর বাড়ি এটি। কবি এই বাড়িতে বসেই বাংলার মানুষের স্বপ্ন এঁকেছেন। লিখেছেন অনেক কবিতা ও মানুষের মুক্তির মন্ত্র। কত স্মৃতি, দুরন্ত শৈশব, এই বাড়িতেই কবির বড় হওয়া।
কবির জন্মঘর, পাঠাগার, গোলঘর সহ কবির পিতামাতার কবর রয়েছে এখানে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন হাজারো দর্শনার্থী আসে কবির স্মৃতি বিজড়িত বাড়িটি দেখতে। এখানকার স্থানীয় সাধারণ মানুষ মনে করেন কবির স্মৃতি রক্ষা করার দায়িত্ব সরকারের।
কবির ভাতিজী সৈয়দা দিলরুবা গত ২৬ মে মাগুরা জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন যেনো সরকারের সিদ্ধান্ত পুনঃবিবেচনা করেন। তিনি বলেন কবির জন্মঘর, গোলঘর, পাঠাগার সহ কবির বাবা-মা' এর কবর রেললাইনের কবল থেকে বাঁচানো না গেলে আস্তে আস্তে বিলীন হয়ে যাবে কবির স্মৃতিবিজারিত বসতবাড়টি।
অন্যদিকে কবির ভাতিজা সৈয়দ রিপন আহমদ জানান, রেললাইনটি কবির বাড়ির উপর দিয়ে না গিয়ে পাশদিয়ে গেলেও রেললাইনের কোনো ক্ষতি হতোনা।তাই কবির এই শৈশব কাটানো পৈত্রিক বাড়িটি রক্ষার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন।
No comments
please do not enter any spam link in the comment box.