সাত জেলার লকডাউন এর সিদ্ধান্ত নিতে পারবে জেলা প্রশাসন -খুলনার খবর
মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি||করোনা সংক্রমনের ঝুঁকিতে থাকা সীমান্তবর্তী সাতটি জেলা লকডাউন এর বিষয়ে সিদ্ধান্ত সেখানকার জেলা প্রশাসকরা নিতে পারবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোঃ খন্দকার আনোয়ারুল ইসলাম।
গতকাল সোমবার (৩১মে) মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা সাংবাদিকদের জানিয়েছেন।
এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, কিভাবে স্থানীয় পর্যায়ে লকডাউন দেওয়া হবে তা জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য, সিভিল সার্জন ও মেয়র সিদ্ধান্ত নিতে পারবেন।পরিস্থিতি বিবেচনায় তারা চাইলে পুরো জেলা অথবা কিছু কিছু অংশের লকডাউন দিতে পারবে।
মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, যাদের শরীরে ভারতীয় ভাইরাস পাওয়া যাচ্ছে তাদেরকে আলাদা করে রাখার জন্য বলা হয়েছে।আর যারা ইন্ডিয়া থেকে আসে তাদেরকে অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
No comments
please do not enter any spam link in the comment box.