নওয়াপাড়ায় করোনা সংক্রমণ রোধে সাংবাদিকদের সাথে পৌর মেয়রের মতবিনিময়-খুলনার খবর
প্রনয় কুমার দাস, অভয়নগর প্রতিনিধি।। নওয়াপাড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডে করোনা সংক্রমণ বৃদ্ধি ও ডেল্টা ভেরিয়েন্ট বিস্তার রোধে সাংবাদিকদের সাথে করনীয় শীর্ষক মতবিনিময় করছেন পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত।
গতকাল বুধবার বিকেলে পৌর মেয়রের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্তিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি ( ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ, দৈনিক নওয়াপাড়ার সম্পাদক ( ভারপ্রাপ্ত) হারুন অর রশীদ, নির্বাহী সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাসুদ তাজ ও আরও অনেকে।
সভায় নওয়াপাড়া পৌর এলাকায় করোনা সংক্রমণ বিস্তার রোধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া নওয়াপাড়া পৌর এলাকা সহ গোটা অভয়নগরে করোনার ভয়াবহতা রোধে এবং এলাকার মানুষের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে যেকোনো কঠোর পদক্ষেপে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের সমন্বিত অংশগ্রহণ প্রত্যাশা করে সকলের সহযোগিতা কামনা করেন মেয়র।
এ দিকে ৯ জুন বুধবার রাত ১২ টার পর থেকে পরবর্তী এক সপ্তাহ দোকানপাট, শপিংমল সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.