বটিয়াঘাটা স্বাস্থ্য কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিত করণ সভা অনুষ্ঠিত- খুলনার খবর
মহিদুল ইসলাম (শাহীন) বটিয়াঘাটা খুলনা||জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিত করণ ও পরিকল্পনা সভা আজ মঙ্গলবার (১জুন) সকাল ১১টায় বটিয়াঘাটা স্বাস্থ্য কেন্দ্রের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ।
আগামি ৫ জুন থেকে ১৯জুন পর্যন্ত ক্যাম্পেইন সুষ্ঠভাবে পরিচালনার জন্য নানা মুখি পদক্ষেপ গ্রহনের আহবান জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোল্যা বাবু, বটিয়াঘাটা প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস,এস আই প্রদ্যুৎ কুমার রায়,আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুল ইলাম ,বটিয়াঘাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, নির্মাল পাল, ললিতা কর্মকার, সেলিনা খাতুন, প্রাঃ শিক্ষা কর্মকর্তা আলমগীর কবিরসহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সকল পর্যায়ের ডাক্তার, নার্স ও অফিস সহকারীগন উপস্থিত ছিলেন।
সভার শুরুতে স্বাগত বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান। শতভাগ শিশুদের ভিটামিনের আওতায় আনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সকলের সহযোগিতা পেলে অন্য উপজেলার থেকে স্বাস্থ্য সুরক্ষা মডেল উপজেলা হিসেবে বটিয়াঘাটার নাম সকলে স্বরন করবে। আমি এমন দৃষ্টান্ত এই উপজেলায় রেখে যেতে চাই। এসময় তিনি করোনা নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
No comments
please do not enter any spam link in the comment box.