খুলনার কয়রায় জনতার রোষানলে এমপি আক্তারুজ্জামান বাবু- খুলনার খবর
খুলনার খবর|| ঘুর্ণিঝড় ইয়াসে ভেঙে যাওয়া বেড়িবাঁধ পরিদর্শনে গিয়ে জনতার রোষানলে পড়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য (এমপি) মোঃ আক্তারুজ্জামান বাবু।এসময় এমপি আক্তারুজ্জামান বাবুকে বহন করা ট্রলারের দিকে কাদামাটি ছোড়ে ক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল মঙ্গলবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।এসময় বিভিন্ন মাধ্যম থেকে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা যায় বাঁধের কাছে ট্রলার ভেড়ার সঙ্গে সঙ্গে ট্রলারটিকে লক্ষ্য করে বাঁধ মেরামতকারীরা কাদা ছুড়তে শুরু করে।পরে পিছু হটতে শুরু করে ট্রলার। মাইকে উত্তেজিত মানুষকে শান্ত হতে অনুরোধ করতেও শোনা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া এলাকায় প্রায় ৫০-৬০ জন অনুসারী নিয়ে একটি ট্রলারে করে বাঁধ পরিদর্শনে যান সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। তখন তাকে দেখে বাঁধ মেরামতরত এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা এমপির ট্রলারের দিকে কাদা ছুড়ে তাকে ফিরে যেতে বলেন। এক পর্যায়ে ক্ষিপ্ত এলাকাবাসী নদীতে নেমে পড়ে।পরে এমপি বাঁধ এলাকার একটু দূরে ট্রলার থেকে নামেন। তখন এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এরপর এমপি উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে মাইকে বক্তৃতা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, ‘এমপি তার আত্মীয়-স্বজনদের মাধ্যমে কাজ করান। ফলে কাজ ভালো হয় না। একটু ঝড়-বৃষ্টি হলেই বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এতে ভোগান্তির শিকার হয় সাধারণ জনগণ। সে কারণে এমপির ওপর উপজেলার অধিকাংশ মানুষের ক্ষোভ রয়েছে। এটি তার বহিঃপ্রকাশ।’
কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম বলেন, ‘সাধারণ মানুষের সঙ্গে মিলে আমরা কাজ করছিলাম। এমন সময় সংসদ সদস্য একটি ট্রলারে করে এলাকা পরিদর্শনে আসেন। তবে সাধারণ মানুষ তাঁকে লক্ষ্য করে কাদা ছুড়ে মারতে থাকে। এতে এমপি সাহেবের শরীরেও কাদা লেগে যায়। অনেক চেষ্টা করেও সাধারণ মানুষকে থামানো যায়নি। প্রায় এক ঘণ্টা পর মানুষ একটু শান্ত হলে সাংসদ আবার বাঁধের কাছে এসে এলাকাবাসীকে উদ্দেশ্য করে বক্তব্য দেন।’
ঘটনাস্থলে উপস্থিত থাকা কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘কিছু উচ্ছৃঙ্খল মানুষ একটু সমস্যা করছিল। পরে এমপি সাহেব বক্তৃতা করলে তারা আবার শান্ত হয়ে যায়।
No comments
please do not enter any spam link in the comment box.