খুলনা নগরীর বিভিন্ন সড়কে নির্মান সামগ্রী ফেলে রেখে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি- খুলনার খবর
খুলনার খবর|| খুলনা নগরীর সোনাডাঙ্গা আউটার বাইপাস সড়কে বিভিন্ন নির্মান সামগ্রী ফেলে রেখে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বহুতল ভবন নির্মান করছেন কিছু ভবন মালিকরা। নগরীর বেশিরভাগ সড়কের ওপর বিভিন্ন নির্মান সামগ্রী এলোপাথারি ভাবে ফেলে রেখে চলছে বহুতল ভবনের নির্মান কাজ।নাম না জানা এসব এলাকার অনেক ভবন মালিকগন প্রধান সড়কের ওপর ইট, বালু, কংক্রিটসহ তাদের ভবন নির্মানের বিভিন্ন সামগ্রী ফেলে রেখে ভবন তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। সড়কের ওপর এসব সামগ্রী ফেলে রাখার কারনে একদিকে যেমন যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে অন্যদিকে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
সরজমিনে গিয়ে দেখা গেছে, নগরীর আউটার বাই পাস রোড, বয়রা ক্রস রোড, বয়রা মেইনরোড এছাড়াও অন্যান্য এলাকা সমূহের গুরুত্বপূর্ন সড়কে বহুতল ভবন নির্মানের জন্য ইট, বালু সড়কের অধিকাংশ জায়গা জুড়ে ফেলে রাখেন। যার কারনে ওই সড়ক দিয়ে বিভিন্ন ছোট বড় যানবাহন চলাচল করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা জানান, সড়কের অধিকাংশ জায়গা জুড়ে এসব নির্মান সামগ্রী রাখার কারনে অনেক সময় ছোট বড় দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এমনকি সড়কের ওপর বালুর স্তুপ পড়ে থাকার কারনে সিএনজি ও মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন স্লিপ খেয়ে দুর্ঘটনার কবলে পড়ছে।
গতকাল বুধবার (২ জুন) রাতে সাংবাদিক শরিফ রাস্তার উপর রাখা পাথরের স্তুপে মটরসাইকেল স্লিপ করে তার পরিবারসহ গুরুতর আহত হয়েছেন।স্থানীয়রা জানেন না এই পাথর কে বা কারা রাস্তায় রেখেছে।
এ ছাড়াও শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে শহরের যানবাহন চলাচলের ও জনগুরুত্বপূর্ন প্রধান সড়কগুলো এখন ভবন নির্মাণাধীন মালিকদের দখলে। দীর্ঘদিন ধরে শহরের অধিকাংশ সড়কগুলোর পাশে নতুন ভবন তৈরির নির্মান সামগ্রী রেখে কতিপয় বাড়িওয়ালারা তাদের দখলে নিয়ে নিয়েছে। শহরের বিভিন্ন পাড়া, মহল্লায় একের পর এক গড়ে উঠছে ছোট বড় অসংখ্য ভবন।এবং তারা এক প্রকার নির্মান সামগ্রী রেখে চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টি করছে।
এসব ভবনের নির্মাণ কাজ করতে গিয়ে ইট, বালু, রড, সিমেন্ট, পাথর, কংক্রিট, কাঠ, বাঁশসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী রাস্তায় ফেলে রেখে যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সড়কের দু’পাশে এসব নির্মান সামগ্রী ফেলে রাখার কারনে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাচ্ছেন যানবাহন চালক ও পথচারীরা।এমন দুর্ভোগ থেকে রেহাই পেতে ওইসব ভবন মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সিটি মেয়র ও প্রশাসনের জরুরী হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
No comments
please do not enter any spam link in the comment box.