মোংলায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা,মানছেনা স্বাস্হ্যবিধি- খুলনার খবর
খুলনার খবর|| মোংলায় কঠোর বিধিনিষেধের মধ্যেও বাড়ছে করোনা সংক্রমণ।গত ২৪ ঘন্টায় মোংলায় ৮৫ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।মোংলায় করোনা শনাক্তের হার শতকরা ৬০ শতাংশ।বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
মোংলায় ৮ দিনের কঠোর বিধিনিষেধ চলছে।আজ বুধবার লকডাউনের চতুর্থ দিনেও পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকেরা মোংলা শহরে প্রবেশ মুখে ব্যারিকেড বসিয়ে যানবাহন ও লোকজন চলাচল বন্ধ করতে পারছেনা। কঠোর বিধি নিষেধের মধ্যেও শহরে লোকজন ও যানবাহনের চলাচল প্রথম দুইদিনের তুলনায় বেড়েই চলেছে। কোথাও কোথাও দোকানপাট খোলা থাকতে দেখা গেছে।অধিকাংশ লোকজন চলাচল করছে মাস্কবিহীন অবস্থায়। ঢিলেঢালা ভাবে চলছে প্রশাসনের কঠোর বিধিনিষেধ।
জেলা প্রশাসক ও সিভিল সার্জন উভয়ই মোংলায় পরিস্থিতি মোকাবেলার জন্য চলমান কঠোর বিধিনিষেধ শতভাগ বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন।
No comments
please do not enter any spam link in the comment box.