অভয়নগরে করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন-খুলনার খবর
প্রনয় কুমার দাস,অভয়নগর প্রতিনিধি||হঠাৎ করে সীমান্তবর্তী জেলা গুলোই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার এবং ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার আতংকিত হয়ে পড়েছে সাধারণ মানুষ।
ইতিমধ্যে অভয়নগরে ৪জন মানুষের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।কিন্তু এদের কেউই কখনো ভারত যায়নি।এতে করে অভয়নগরবাসীর মধ্যে চরম উৎকন্ঠার সৃষ্টি হয়েছে।
এদিকে এ উপজেলায় প্রতিনিয়তই বেড়ে চলেছে করোনা সংক্রমণ। বাড়ছে শনাক্তের সংখ্যা।ফলে করোনা প্রতিরোধ কমিটি কঠিন সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা প্রতিরোধ কমিটির এক জরুরী সভায় এ কঠোর সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।তবে এখনই কঠোর লকডাউনে যাচ্ছেনা প্রশাসন। কিন্তু এই কঠোর বিধিনিষেধ না মানলে লকডাউনে যাবে প্রশাসন। এমনটাই জানিয়েছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুর রহমান।
এবিষয়ে নওয়াপাড়া পৌরসভার মেয়রসহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান স্ব স্ব এলাকায় এ সংক্রান্তে মাইকে প্রচারণা চালাতে বলা হয়েছে।বিধিনিষেধ মাইকে প্রচারের পরই প্রশাসনের পক্ষ থেকে কঠোর অভিযান চলবে।
বিধি নিষেধ সমুহের মধ্যে উল্লেখযোগ্য হলো, নওয়াপাড়া নদী বন্দর এলাকায় অবস্থানরত কোন কার্গো জাহাজের কোন কর্মকর্তা জাহাজ থেকে নামতে পারবে না। মাস্ক বিহীন কেউ বাড়ির বাইরে বের হোতে পারবে না। কেউ প্রয়োজন ছাড়া বাইরে বা বাজার ঘাটে ঘোরাঘুরি করতে পারবে না। বাজারের দোকানগুলোকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে দোকান বা ব্যবসা পরিচালনা করতে হবে।
অফিস, ব্যাংক,বীমা সমুহে অবশ্যই মাস্ক পরিধান বাধ্যতামুলক করতে হবে।এ সকল বিধিনিষেধ না মানলে তখনই অভয়নগর উপজেলায় লকডাউন ঘোষণা করবে উপজেলা প্রশাসন।
No comments
please do not enter any spam link in the comment box.