যশোর সদর উপজেলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আনোয়ার হোসেন বিপুল- খুলনার খবর
মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি||যশোর সদর উপজেলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থায়ী সরকার বিভাগ থেকে তাকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এর আর্থিক ক্ষমতা প্রদান করা হয়।
উল্লেখ্য গত ৩ জুন যশোর সদর উপজেলার চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা মৃত্যু হলে পদটি শূন্য হয় মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম স্বাক্ষরিত বার্তায় বলা হয়েছে যশোর জেলার সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা গত ৩ জুন মৃত্যুবরণ করেন উক্ত উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য উপজেলা পরিষদ কার্যক্রম বাস্তবায়নে বিধিমালা ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী বর্ধিত উপজেলা পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিত থাকা কালীন সময় উপজেলা পরিষদের আর্থিক ক্ষমতা পেলেন চেয়ারম্যান ১ আনোয়ার হোসেন বিপুল কে নির্দেশক্রমে প্রদান করা হলো।
এ ব্যপারে আনোয়ার হোসেন বিপুলের সাথে যোগাযোগ করলে তিনি জানান,তার উপর অর্পিত দায়িত্ব তিনি সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন।
No comments
please do not enter any spam link in the comment box.