Friday, March 14.

Header Ads

1669186348011
  • শিরোনাম সর্বশেষ

      

    খুলনায় প্রথম করোনা ভ‌্যাক‌সিন নিলেন সি‌টি মেয়র তালুকদার আব্দুল খালেক ||খুলনার খবর২৪

    .com/img/a/



    20210207_144107
    খুলনার খবর২৪||খুলনায় প্রথম করোনা ভ‌্যাক‌সিন নিয়েছেন সি‌টি মেয়র তালুকদার আব্দুল খালেক। এর মাধ‌্যমে খুলনায় করোনা ভ‌্যাক‌সিন কার্যক্রমের উদ্বোধন করা হয়।


    আজ রোববার (০৭ ফেব্রুয়ারি) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সর্বপ্রথম নিজে টিকা গ্রহণের মাধ্যমে খুলনায় করোনা ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন।

    প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে।  প্রতিটি কেন্দ্রে গড়ে একশত ৫০জন হিসাবে দিনে ছয় থেকে সাড়ে ছয় হাজার জনকে টিকা দেওয়া হবে।

    খুলনায় প্রাথমিক পর্যায়ে মোট এক লাখ ৬৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হবে, যার মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ৪৮ হাজার ৯৬০ ডোজ।

    খুলনা মহানগরে যে ১৩টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে:

    ১|খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
    ২|বিজিবি হাসপাতাল
    ৩|খুলনা পুলিশ হাসপাতাল
    ৪|সদর হাসপাতাল
    ৫|সিভিল সার্জন কার্যালয়
    ৬|শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল
    ৭|খালিশপুর লাল হাসপাতাল
    ৮|খালিশপুর লাল হাসপাতাল
    ৯|নগর মাতৃসদন ১২ নম্বর ওয়ার্ড খালিশপুর
    ১০|তালতলা মাতৃনদন হাসপাতাল ৩০ নম্বর ওয়ার্ড
    ১১|আমিরা বানু নগর মাতৃসদন ২২ নম্বর ওয়ার্ড নগর মাতৃসদন বাইতিপাড়া
    ১২|বক্ষব্যাধি হাসপাতাল ফুলবাড়ীগেট এবং উপশম হাসপাতাল
    ১৩|বাংলাদেশ নেভি খুলনা।
    উপজেলা পর্যায়ে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।

    প্রথম পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিক পনেরটি ক্যাটাগরীর লোককে এই টিকা দেওয়া হবে। এজন্য অগ্রাধিকার তালিকাভূক্ত সবাইকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে www.surokkha.gov.bd ওয়েবসাইট বা গুগল প্লে স্টোর থেকে ‘সুরক্ষা অ্যাপস’ ডাউনলাডের মাধ্যমে নিবন্ধন করতে হবে। তবে ৫৫ বছরের উর্ধ্বে সকল নাগরিক নিবন্ধন করতে পারবেন, সেক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় থাকার প্রয়োজন নেই।৫৫ বছরের নিচে যারা অগ্রাধিকার তালিকায় অন্তর্ভূক্ত কিন্তু জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধন করতে ব্যর্থ হয়েছেন বা হচ্ছেন তাদের linedirector@mis.dghs.gov.bd মেইলে জাতীয় পরিচয়পত্র নম্বর এর তালিকা প্রেরণ করতে হবে।

    উদ্বোধন অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ আব্দুল আহাদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ, কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কেএম আব্দুল্লাহ, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here

    Post Bottom Ad