খুলনার খবর২৪|| সাতক্ষীরা-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজার এলাকায় গতকাল রোববার ঢাকাগামী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্ততপক্ষে ২০ জন আহত হয়েছে। তবে নিহতের কোন খবর পাওয়া যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল (ঢাকা মেট্রো-ব-১৩- ০৬০৪)মুখার্জী এন্ড এসোসিয়েটস্ নামের একটি পরিবহন বাস।পথিমধ্যে বাসটি নওয়াপাড়া বাজারে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে খুলনা থেকে সাতক্ষীরাগামী ট্রাকের (যশোর-শ-১১-০১০১) মুখোমুখি সংঘর্ষ হয়।এতে পরিবহনে থাকা ২৫ থেকে ৩০ জন যাত্রী কমবেশি সকলেই আহত হয়েছেন। সকাল ধরে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, ঘটনাস্থল পরিদর্শন করে পরিবহন ও ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি। কমবেশি আহত হতে পারে।
No comments
please do not enter any spam link in the comment box.