খুলনার খবর২৪|| পরিতোষ কুমার||গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কালিগঞ্জের তুলাকাটি সাইক্লোন শেল্টার কুশুলিয়া ইউনিয়নের যুব ফোরামের উদ্যোগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার সহায়তায় ডোর টু ডোর সেবার আওতায় ফ্রি প্রাথমিক স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
যুব ফোরামের সহ সভাপতি মোঃ হারুন অর রশীদ এর সভাপতিত্বে স্বাস্থ্য ক্যাম্পের শুভ উদ্বোধন করেন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোহাম্মদ আব্দুল গফফার। স্বাস্থ্য ক্যাম্পে স্বাস্থ্য ঝুঁকি ৫০ জন বিভিন্ন বয়সের নারী পুরুষের বিনামুল্যে ডায়াবেটিস উচ্চরক্তচাপ ও ওজন পরিমাপ করা হয় ও পরামর্শ প্রদান করা হয়। উপজেলা তথ্য কেন্দ্রের তথ্যসেবা কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব ) রাবেয়া বসরী তথ্যসেবা সহকারী নাজমা খাতুন ও অফিস সহকারী মোস্তফা আল হুসাইন এই সেবা প্রদান করেন।
উল্লেখ্য,লিডার্স বাস্তবায়নাধীন মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইড এর সহযোগিতায় সমাজ পরিবর্তনে যুব সংহতি প্রকল্পের আওতায় এই যুব ফোরামগুলি গঠিত হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.