খুলনার খবর২৪||কুষ্টিয়ায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার ২২ ফেব্রুয়ারী সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি বলেন,জেলার উন্নয়নে সকলকে এক সাথে কাজ করতে হবে।সকলকে নিয়ে জেলার সকল উন্নয়নমুলক কাজ করতে হবে।আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে একযোগে কাজ করতে হবে।
এ সভায় আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃনাল কান্তি দে, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, উপজেলা চেয়ারম্যানবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ , ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
No comments
please do not enter any spam link in the comment box.