খুলনার খবর২৪|| চাকরির প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি মানিক লাল কুন্ডুকে খুলনার ফুলতলা থেকে গ্রেফতার করেছে র্যাব।আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) ফুলতলার তরতীবপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।তিনি ফুলতলার তরতীবপুর গ্রামের মৃত. রসোময় কুন্ডুর ছেলে। র্যাব-৬ এর অধিনায়ক লেফ. কর্ণেল রওশনুল ফিরোজ এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে যশোর সদরের বাহাদুরপুর মাঠপাড় এলাকায় নিয়ে এক নারীকে ধর্ষণ করে মানিক লাল কুন্ডু ও তার সহযোগি আনোয়ার এবং রিয়াজুল কাজী।এ ঘটনায় তিন আসামীর বিরুদ্ধে যশোর মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।
র্যাব জানায়, আসামী মানিক লাল কুন্ডুর সাথে পূর্ব পরিচয়ের জের ধরে ওই নারীকে চাকরি দেওয়ার কথা বলে গত শক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকালে অভয়নগর থেকে যশোর মনিহার মোড়ে আনা হয়। সেখানে অপর দুই আসামি আনোয়ার ও রিয়াজুল কাজী মিলিত হয়ে চাকরির বিষয়ে কথা বলে। তারপর সন্ধ্যা ৭টার দিকে ওই নারীকে বাহাদুরপুর মাঠ পাড় এলাকায় মেহগুণি বাগানের পাশে নির্মানাধীন ঘরে নিয়ে ধর্ষণ করে।এসময় ভিকটিমের চিৎকারে আসামিরা পালিয়ে যায় ও পথচারীরা এগিয়ে এসে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
No comments
please do not enter any spam link in the comment box.