Friday, March 14.

Header Ads

1669186348011
  • শিরোনাম সর্বশেষ

    শিক্ষক বরখাস্তের প্রতিবাদে খুবিতে প্রতিবাদ সমাবেশ || খুলনার খবর২৪

    .com/img/a/



    20210208_110808
    খুলনার খবর২৪||খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষককে বরখাস্ত ও দুইজনকে অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।


    গতকাল রোববার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ৮-১০ জন শিক্ষার্থী অষ্টম দিনের মতো এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। অন্যদিকে, বেলা সাড়ে ১১টায় একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের ৬-৮ জন শিক্ষক অবস্থান কর্মসূচি পালন করেন।

    অবস্থান কর্মসূচিতে স্থাপত্য ডিসিপ্লিনের অধ্যাপক ড. অনির্বাণ মোস্তফা বলেন, যতদিন না পর্যন্ত আবুল ফজল, শুক্লা কাবেরী ও শাকিলা আলমদের চাকরিচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহার না করা হবে ততদিন আমাদের এ প্রতিবাদ অব্যাহত থাকবে। প্রয়োজনে আমরা আরও কঠোর কর্মসূচি পালন করবো।

    শিক্ষার্থীদের কর্মসূচিতে বাংলা ডিসিপ্লিনের আশিক বিশ্বাস বলেন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। আমরা কোনো মতেই আমাদের বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষককে বিনা দোষে শাস্তি পেতে দেবো না। বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন শিক্ষকদের উপর আরোপিত অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করে স্বপদে পুনঃবহাল না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

    এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে তিন শিক্ষকের শাস্তির সিদ্ধান্ত বাতিলের জন্য খুবি প্রশাসনকে ৭ তারিখ পর্যন্ত দেওয়া আল্টিমেটাম গতকাল রোববার শেষ হয়েছে। কিন্তু সিদ্ধান্ত বাতিল না হওয়ায় আজ সোমবার(৮ ফেব্রুয়ারি) চ্যান্সেলর বরাবর একটি চিঠি পাঠানো হবে।

    উল্লেখ্য, গত ২৩ তারিখে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২১২তম সভায় শিক্ষার্থীদের আন্দোলনে উসকানি, অসদাচরণ, প্রশাসনবিরাধৌ কার্যক্রমসহ নানা অভিযোগে বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মা. আবুল ফজলকে বরখাস্ত এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরী ও বাংলা ডিসিপ্লিনের প্রভাষক শাকিলা আলমকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here

    Post Bottom Ad