খুলনার খবর২৪|| খুলনা নগরীর শিববাড়ি মোড়ে সোহাগ পরিবহনের হেলপার মো. সাব্বিরকে (২৬) বাসের ভেতরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বাড়ি বাগেরহাটের কচুয়ায়। তার মাথা, ঘাড়, হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
সোহাগ পরিবহনের কর্মকর্তারা জানান,গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে গাড়িটি (ঢাকা মেট্রো ব-১৪-৭১৫৩) শিববাড়ি মোড়ে পাবলিক হলের কাছে এনে রাখা হয়। শুক্রবার সকালে বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান, রাতে সোহাগ পরিবহনের বাসটি ঢাকা থেকে আসার পর চালক ওই স্থানে বাসটি রেখে বাড়িতে যায়। এ সময় হেলপার সাব্বির বাসের মধ্যে থেকে যান।আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে আরেকজন চালকের বাসটি নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল।কিন্তু ভোর রাতের দিকে দুবৃর্ত্তরা বাসের ভেতরে ঢুকে হেলপার সাব্বিরকে কুপিয়ে গুরুতর জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণে বাসের ভেতরেই তার মৃত্যু হয়। সকালে চালকের আসনের পেছনে বাসের মেঝে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
No comments
please do not enter any spam link in the comment box.