Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    আজ সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘন্টা খুলনা মহানগরীতে কোন পরিবহন ছেড়ে যাবে না এবং শহরে প্রবেশ করবে না || খুলনার খবর২৪

    খুলনার খবর২৪||খুলনায় ২৪ ঘণ্টা পরিবহন চলাচল বন্ধ থাকবে। জেলার ১৮টি সড়কে আজ শুক্রবার (২৬ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে আগামিকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা পরিবহন চলাচল করবে না। খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা এ তথ্য নিশ্চিত করেছেন।


    তিনি বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এধরনের চিন্তাধারনা থেকে আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আগামি ২৪ ঘন্টা শহরের কোন পরিবহন ছেড়ে যাবে না এবং কোন পরিবহন শহরে প্রবেশ করবে না।

    এ বিষয়ে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, গনপরিবহন বন্ধ করা মানে সমাবেশ হবে না এটা ভাবার কোন অবকাশ নেই। পরিবহন বন্ধ রাখা মানে আমাদের গণতান্ত্রিক অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ। তিনি নির্বিঘ্নে সমাবেশ সফল করতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।

    উল্লেখ্য আগামিকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের দাবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ দেশের ছয় সিটিতে সাবেক মেয়র প্রার্থীদের নেতৃত্বে খুলনাতে মহাসমাবেশের পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে। এ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ব্যারিষ্টার শাহজাহান ওমর বীরউত্তম। বিশেষ অতিথি থাকবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চোধুরী ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।এবং প্রধান বক্তা হিসাবে থাকবেন ছয় সিটির সাবেক মেয়র প্রার্থীরা।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad