খুলনার খবর২৪|| যশোরের পল্লীতে এক গৃহবধূকে (৩৫) অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করা হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্তের নাম সাবদার হোসেন (৪৫)। তিনি যশোরের মধুগ্রাম দক্ষিণপাড়ার বাসিন্দা।
ভুক্তভোগী গৃহবধূ গত মঙ্গবার (২ ফেব্রুয়ারি) রাতে কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা করেন।মামলায় উল্লেখ করেন, গ্রামে পাশাপাশি বাড়ি হওয়ার সুযোগে সাবদার হোসেন তার ওপর খারাপ দৃষ্টি দিত। তিনি ঐ গৃহবধূকে নানাভাবে কু-প্রস্তাব দেয়াসহ উত্যক্ত করতো। গত ৩১ জানুয়ারি তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে সাবদার কৌশলে গৃহবধূর ঘরে ঢুকে পড়ে। পরে তার মাথায় চাকু ঠেকিয়ে ধর্ষণ করে। এরপর চাকু দেখিয়ে বলে কাউকে এ ঘটনা জানালে তাকে হত্যা করা হবে।
পরবর্তীতে গৃহবধূ তার স্বামী ও ভাসুরসহ শ্বশুর বাড়ির লোকজনকে এ ঘটনা জানালে তারা কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পুলিশ বলেছে, অভিযুক্তকে আটকে অভিযান শুরু করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.