খুলনার খবর২৪|| ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত যেমন ঠিক,তেমনি আজ বিশ্ব ভালোবাসা দিবসও।১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের সাথে পহেলা ফাল্গুন যোগ হওয়ায় দ্বিগুণ আনন্দ ছুঁয়ে যাবে প্রাণে। বসন্তের এই দিনে হৃদয় উদার, উন্মুক্ত হবে,প্রসস্ত হবে মন।ভালোবাসার দোলায় দুলবে তরুন-তরুনীর মন।
তাইতো কবিগুরু বলেছেন,
আজি বসন্ত জাগ্রত দ্বারে,
তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে,
কোরো না বিড়ম্বিত তারে,
আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,
আজি ভুলিয়ো আপন পর ভুলিয়ো।
প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বাসন্তি রঙের শাড়ি পরবে নারীরা। রঙে রঙিন হবে নারী পুরুষ সবাই। বসন্তের রঙিন পরশে অনেকেই গুণগুণিয়ে গেয়ে উঠবে ভালোবেসে, "সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো-- তোমার মনের মন্দিরে"।
ভালোবাসার বর্ণ,গন্ধ ও কোন রঙ নেই... নেই কোন আকার। তবুও পৃথিবীর সবচেয়ে বেশি উচ্চারিত শব্দগুলোর একটি ‘ভালোবাসা’। ফাল্গুনের প্রথম দিন আর ‘ভ্যালেনটাইনস ডে’র একই দিনে আপন করে নেবে তরুণ প্রজন্ম। ফাল্গুন আর ভালোবাসার উচ্ছ্বাসে আজ মুখর হবে নানা বয়সের মানুষ। যেন হৃদয় রাঙানোর মহাদিনে একে অপরকে বলবে সখি ভালোবাসি তোমায়। এই দিনে মন খোলা যায়। কেমন সে দিন,কেমন দিনে তাকে বলা যায়।
বিনোদন কেন্দ্রগুলো হয়ে উঠবে সরব। ভালোবাসা দিবসে ভালোবাসার শুভেচ্ছা শুধু প্রমিক প্রেমিকা নয়, প্রযোজ্য বাবা-মা নই - ভাইবোন, বন্ধু সকলের ক্ষেত্রেই। প্রযুক্তি কল্যাণে হাইটেক, ডিজিটালের যুগে মুঠোফোনের ক্ষুদে বার্তা, ই-মেইল, অথবা ফেসবুকে পুঞ্জ পুঞ্জ প্রেমকথার কিশলয় পল্লবিত হয়ে রাত ১২টার পর থেকেই গোলাপের ইশারা বিনিময়, আর মনের গহীনের কথকতার কলি ফোটাবে তারা। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
No comments
please do not enter any spam link in the comment box.