Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরা পৌরসভা নির্বাচন ||খুলনার খবর২৪

    খুলনার খবর২৪|| উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরা পৌরসভা নির্বাচন।আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহন। চলবে বিকাল ৪ টা পর্যন্ত।সকালে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতির সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে পারে।


    এদিকে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।জেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার নাজমুল কবির জানান, সাতক্ষীরা পৌরসভায় ৯টি ওয়ার্ডের ৩৭ টি কেন্দ্রে এই প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।তবে ৩৭টি কেন্দ্রই গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে এসব কেন্দ্রে একজন করে ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে ১০ টি মোবাইল টিম, ৩ প্লাটুন বিজিবি, র‌্যাবের তিনটি স্ট্রাইকিং টিম ও ৬ শতাধিক পুলিশ ও আনসার সদস্য মাঠে রয়েছে।

    এবারের নির্বাচনে মেয়র পদে পাঁচ জন প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের শেখ নাসেরুল হক (নৌকা), বিএনপির তাজকিন আহমেদ চিশতি (ধানেরশীষ), স্বতন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান মিঠু (নারিকেলগাছ) ও নুরুল হুদা (জগ) এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মোস্তাফিজুর রউফ (হাতপাখা)। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন নারী ও সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

    উল্লেখ্য: এ পৌরসভায় মোট ৮৯ হাজার ২২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৩ হাজার ৪১৮ জন ও নারী ভোটার রয়েছেন ৪৫ হাজার ৮০৬ জন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad