খুলনার খবর২৪||মোঃ ফসিয়ার রহমান||পাইকগাছা থানা পুলিশ উন্নত প্রযুক্তির সাহায্যে দুই বিকাশ প্রতারককে আটক করতে সক্ষম হয়েছেন।আটককৃতরা হলেন কপিলমুনি ইউনিয়নের মোস্তাক গাজীর পুত্র ছালাম গাজী ও রুহুল আমীন গাজী। গতকাল শনিবার সকালে দু' প্রতারককে পুলিশ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যেমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে গত ২৪ ফেব্রয়ারী কপিলমুনি ইউপির নাসিরপুর পালপাড়ার মৃত সমর পালের ছেলে বাসুদেব পাল কপিলমুনি স্বর্ণপটিতে সালাম কম্পিউটার একটি বিকাশ একাউন্ট খোলার জন্য যায়। তখন সালাম কম্পিউটার বসা রুহুলামীন গাজী তার নিজস্ব মোবাইল দিয়ে ০১৯৮৯৮৭৩১৬৮ নং একটি বিকাশ একাউন্ড খুলে তাকে পিন নম্বর জানিয়ে দেন।
ভুক্তভোগী বাসুদেব জানান, আমি পার্শ্ববর্তী দোকানে টাকা তুলতে গেলে দেখি আমার বিকাশ একাউন্ট থেকে কে বা কারা বিশেষ কায়দায় তথ্যপ্রযুক্তি সাহায্যে ৪ হাজার সাতশত টাকা উত্তোলন করে নিয়েছে। পরবর্তীতে দেখাগেছে ০১৭৫৬৮৩৪৪৩৯ নং একাউন্ড থেকে টাকা তুলে নিয়েছে। সে মোবাইলে কলকরে দেখাগেছে কপিলমুনি বাজারে একটি বেকারী মালিক সাত্তারের। তার কাছে জানতে পারি লম্বা কালো একটি ছেলে টাকা তুলে নিয়ে গেছে। তখন পুলিশকে জানালে ওসি এজাজ শাফীর নেতৃত্বে উন্নত প্রযুক্তি ব্যবহার করে দু' বিকাশ প্রতারককে আটক করে। এলাকা বাসি জানিয়েছে তারা দীর্ঘদিন ধরে এ সমস্থ কর্মকান্ড করে আসছে। তাদেরকে আইনের আওতায় আনার জন্য ওসি কে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী।
থানার ওসি এজাজ শফী জানান, প্রতারকরা যতই শক্তিশালী হোক না কেনো কাউকে ছাড় দেয়া হবেনা। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
No comments
please do not enter any spam link in the comment box.