Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনা অ্যাসোসিয়েশন অব ইনফরমেশন টেকনোলজির ঘুড়ি উৎসব|| খুলনার খবর২৪

    খুলনার খবর২৪|| খুলনা অ্যাসোসিয়েশন অব ইনফরমেশন টেকনোলজি (KAIT) কর্তৃক আয়োজনে এই প্রথম খুলনাতে অনুষ্ঠিত হল "KAIT-ঘুড়ি উৎসব-২০২১"। সকল আইটি প্রফেশনাল, ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তাদের মাঝে বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধ তৈরি করার জন্য এই বিশেষ ব্যতিক্রমধর্মী ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়।


    আজ রবিবার ( ২৭ ফেব্রুয়ারি ) বিকাল ৪টায় খুলনা সার্কিট হাউজ মাঠে এ ঘুড়ি উৎসবের শুভ উদ্বোধন করেন, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, খুলনা অ্যাসোসিয়েশন অব ইনফরমেশন টেকনোলজির সভাপতি, এস এম মিশকাতুল ইসলাম, খুলনা অ্যাসোসিয়েশন অব ইনফরমেশন টেকনোলজির অর্গানাইজিং ডিরেক্টর, মো: আরিফুল ইসলাম। করোনা মানুষের মধ্যে যে সামাজিক দূরত্ব তৈরি করেছে, মানুষের মধ্যে যে বিষন্নতা তৈরি করেছে, সেই বিষন্নতাকে দূর করতে ও সকল আইটি প্রফেশনালদের মিলন মেলা তৈরি করার জন্যে এ ধরনের উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

    তারা আরো বলেন, আর সামাজিক দূরত্ব নয় এবার শুধুমাত্র শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আমরা আবার একত্রিত হব। ঘুড়ি উৎসবে আনন্দ ভাগাভাগি করতে সম্মাননা ও পুরস্কার হিসেবে বিজয়ীর জন্য ১০,০০০ টাকার প্রাইজ মানি, রানার আপ এর জন্য ৫,০০০ টাকার প্রাইজ মানি, সকল অংশগ্রহণকারীর জন্য একটি সম্মাননা স্মারকসহ সকল অংশগ্রহণকারীকে একটি করে টি-শার্ট দেওয়া হয়।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad