খুলনার খবর২৪|| খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। সেখ সালাহউদ্দিন জুয়েল এর ব্যক্তিগত সহকারি ও মহানগর আওয়ামী লীগের সদস্য কাজী জাহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। এরপর তিনি তার ঢাকাস্থ নিজ বাসভবনেই অবস্থান করছিলেন।গতকাল বৃহস্পতিবার রাতে অসুস্থ্য বোধ করায় রাত সাড়ে আটটার দিকে তাকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার শরীরের অবস্থা ভাল আছে। গত চার পাঁচ দিন আগে সেখ সালাহউদ্দিন জুয়েলের শরীরে জ্বর আসে। তারপর সন্দেহ হওয়ায় তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন।তাতে করোনা পজিটিভ আসে।
সেখ সালাহউদ্দিন জুয়েলের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় খুলনাবাসিসহ দেশ বাসির দোয়া ও প্রার্থনা কামনা করেছেন সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যরা।
No comments
please do not enter any spam link in the comment box.