Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    লাখো জনতার ঢল চরমোনাই ময়দানে || খুলনার খবর২৪

    খুলনার খবর২৪|| গত ২৪ ফেব্রুয়ারি বরিশালের চরমোনাইতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাৎসরিক ফাল্গুনের মাহফিল। প্রতিবছর বাংলাদেশ মুজাহিদ কমিটির তত্বাবধানে পরিচালিত এ মাহফিলে সারাদেশ থেকে লাখো জনতার ঢল নামে। এ বছরের মাহফিলের উপস্থিতি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে ধারনা করা হচ্ছে।


    সরজমিন মাঠ ঘুরে ও মুসুল্লিদের কাছ থেকে জানা গেছে,গত দুদিন আগেই মাহফিলের জন্য নির্ধারিত সব যায়গা কানায় কানায় পরিপূর্ণ করে বসেছেন মুসুল্লিরা। চলছে স্বাভাবিক আমল, দোয়া, জিকিরও।কেবল ঢাকা-বরিশাল রুটের বেশিরভাগ লঞ্চ রিজার্ভ হয়ে আছে মুসুল্লিদের জন্য।

    মাহফিল অনুষ্ঠিত হবে ২৪, ২৫, ২৬ ফেব্রুয়ারি রোজ বুধ, বৃহস্পতি, শুক্রবার। মাহফিলে উপস্থিত মুসুল্লিদের জন্য পাঁচটি মাঠ প্রস্তুত করা হয়েছে।

    মাহফিল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে – এ বছর প্রস্তুত হওয়া পাঁচটি মাঠের আয়তন প্রায় ৩০০ একর জায়গা। সব মিলিয়ে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে থাকবে মুসুল্লিরা। দোকানপাট, রাস্তাঘাট বাদ দিলে প্রায় আড়াইশ একর জায়গায় ষাট হাজার খুটির মাধ্যমে মুসুল্লিদের জন্য সামিয়ানা প্রস্তুত করা হয়েছে।

    চরমোনাই মাদরাসা ময়দান প্রথম মাঠ, মাদরাসার অপরদিক (পূর্ব দিকে) দ্বিতীয় মাঠ, মাদরাসার উত্তর পশ্চিম দিকে তৃতীয় মাঠ, উত্তর পূর্ব দিকে চতুর্থ মাঠ এবং এ বছর নতুন করে চতুর্থ ও দ্বিতীয় মাঠের অপরদিকে বৃহৎ আকারে পঞ্চম মাঠের ব্যবস্থাপনা হয়েছে।মাহফিলে শ্রোতাদের জন্য এ বছর প্রায় চার হাজার মাইক লাগানো হয়েছে।

    জানা গেছে, ২৪ ফেব্রুয়ারী বুধবার জোহরের পরে চরমোনাইর বর্তমান পীর সাহেব সৈয়দ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয়ে ২৭ তারিখ শনিবার আখেরী মুনাজাতের মাধ্যমে এ বছরের মাহফিল কার্যক্রম শেষ হবে।

    আনুষ্ঠানিকভাবে ২৪ ফেব্রুয়ারি মাহফিলের কার্যক্রম শুরু হওয়ার পর প্রথম দিন সন্ধ্যা ও দ্বিতীয় দিন সকালে চরমোনাই তরিকা সংশ্লিষ্ট বয়ান করবেন চরমোনাই বর্তমান পীর সৈয়দ রেজাউল করীম। দ্বিতীয়দিন সন্ধ্যা ও তৃতীয় দিন সকালে বয়ান করবেন শায়খে চরমোনাই মুফতী সৈয়দ ফয়জুল করীম। তৃতীয়দিন সন্ধ্যা ও পরদিন সকালে আখেরী বয়ান ও আখেরী মুনাজাত পরিচালনা করবেন মুফতী সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

    এছাড়াও প্রতিদিন সকাল ১১ টা থেকে দুইটা পর্যন্ত চরমোনাই পরিচালিত রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলনের বিভিন্ন কর্মসূচী পালিত হবে। বিশেষ করে মাহফিলের দ্বিতীয় দিন তথা ২৫ ফেব্রুয়ারি ওলামা-মাশায়েখ সম্মেলনে দেশের প্রতিথযশা আলেমরা বক্তৃতা দেবেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad