Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    অবহেলায় অযত্নে নষ্ট হলো ডুমুরিয়া ভুমি অফিসের রেকর্ড রুমের কাগজপত্র ||খুলনার খবর২৪


    খুলনার খবর২৪||  খুলনার ডুমুরিয়া উপজেলার সহকারী ভূমি অফিসের উদাসীনতা, অবহেলা ও অব্যবস্থাপনার কারণে নষ্ট হয়েছে ডুমুরিয়া অঞ্চলের জমির মালিকদের শত বছরের পুরনো কাগজপত্র।

     খোলা জায়গায় ফেলে রাখায় কাগজে ধরেছে উইপোকা। জরুরি এই সকল কাগজপত্র নষ্ট হয়ে যাওয়ায় জমির অনেক মালিক তাদের কাগজপত্র পাওয়া নিয়ে শঙ্কিত আছে। অনেকের আশঙ্কা কাগজ নষ্ট হয়েছে এই ফাক ফোকরে কাগজপত্র তৈরি করা হতে পারে। 

    যদিও ডুমুরিয়া ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ভুয়া কাগজপত্রের মাধ্যমে সরকারি সম্পত্তি দখল করা, একের জমি অন্যের নামে মালিকানা পরিবর্তন করা, খাসজমি বেআইনীভাবে ইজারা দেওয়ার এমন অভিযোগও কম নয়।

    গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার কার্যালয়ের পেছনে মানুষের জটলা। সেখানে রয়েছে ভূমি অফিসের কর্মকর্তারাও। দেখা যায় অফিসের কয়েকজন কর্মচারীকেও। তারা অফিস ভবনের সেফটিক ট্যাংকের ওপর স্তুপ করে রাখা কাগজপত্র নাড়াচাড়া করছেন। এসকল কাগজপত্রের মধ্যে জমির মালিকদের রেকর্ডপত্র, খাজনার মুড়ী বই, নামপত্তনের আবেদনপত্র দলিল, সিএস খতিয়ান, এসএ খতিয়ানসহ বিভিন্ন জরুরি কাগজপত্র নষ্ট হয়েছে। সরকারি সম্পত্তি, অর্পিত সম্পত্তিসহ বিভিন্ন জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। যা সংশ্লিষ্ট ব্যক্তি চাইলে তাকে দেওয়া কঠিন হয়ে পড়বে। 

    জানা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বরাদ্দ অর্থে রেকর্ড রুম ভবনটি ২০১৮-২০১৯ অর্থবছরে নির্মাণ করা হয়েছে।ডুমুরিয়া সদর ইউনিয়নের ভূমি সহকারী মোঃ আমিরুল ইসলাম জানান, এগুলো অফিসের পুরনো কাগজপত্র। রেকর্ড রুমের নতুন ভবন তৈরির সময়ে বাইরে রাখা হয়।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad