খুলনার দিঘলিয়ায় দুই কিশোরী ধর্ষিত || গ্রেপ্তার ৬ ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| খুলনা দিঘলিয়া উপজেলার সেনহাটীতে প্রেমের ফাঁদে ফেলে দুই কিশোরীকে গণধর্ষণ করিয়েছে এক প্রেমিক। পুলিশ মামলার ৬ আসামী গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সেনহাটী গ্রামের লিচুতলা এলাকার জামাল হোসেনের ছেলে ইমন (১৯) এর সাথে পার্শ্ববর্তী এলাকার কিশোরীর (১৫)প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।সেই সূত্র ধরে গত বৃহস্পতিবার রাতে প্রেমিক ইমন তার প্রেমিকার (১৫) সাথে দেখা করতে আসে সেনহাটী লিচুতলার রশিদের বাগানে। প্রেমিকা (১৫) তার সাথে নিয়ে আসে আরেক কিশোরীকে(১৩)।
অন্যদিকে প্রেমিক ইমন বেশ কয়েকজন বন্ধু নিয়ে রাতে প্রেমিকা (১৫) সাথে রশিদের বাগানে দেখা করতে এসে প্রেমিকা ও আরেক কিশোরীকে সবাই মিলে রাতভর ধর্ষণ করে। নির্যাতিতা দুই কিশোরী থানায় গিয়ে অভিযোগ করলে থানার অফিসার ইনচার্জ(ওসি) মামলা হিসেবে গ্রহণ করে। আসামিদের রবিবার রাতে গ্রেফতার করে গতকাল সোমবার কোর্টে চালান করেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সেনহাটী লিচুতলার জামালের ছেলে ইমন(১৯), আব্দুল আজিজ মিস্ত্রির ছেলে রাতুল হাসান (২০)মৃত হান্নান শিকদারের ছেলে মো: রমজান ওরফে কালু(২৪), শেখ আব্দুল মালেকের ছেলে মাহাবুবুর রহমান(২৮),আব্দুল কুদ্দুসের ছেলে মো: নুর ইসলাম ওরফে মনা (২৬)সেনহাটী মদিনা মসজিদ পাড়ার হারুনুর রশিদের ছেলে মো: হাবিবুর রহমান (১৯), ।
ধর্ষিত দুই কিশোরীর ডাক্তারী পরীক্ষা গতকাল সোমবার সম্পন্ন হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।
No comments
please do not enter any spam link in the comment box.