সাতক্ষীরায় দুই ভুয়া ডিবি পুলিশ আটক ||খুলনার খবর২৪
ছবি সংগৃহিত |
খুলনার খবর২৪|| সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়দানকারী দুই প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত সোমবার রাতে শহরের পলাশপোল এলাকা থেকে প্রথমে একজনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অপরজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পায়কাড়া গ্রামের জহুর আলী সানা ও যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকার জাহিদ হাসান।
শহরের পলাশপোল এলাকা থেকে প্রথমে জহুর আলী সানাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে যশোরের ভাঙ্গাগেট এলাকা থেকে জাহিদ হাসানকে আটক করা হয়েছে। তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।
No comments
please do not enter any spam link in the comment box.