সাতক্ষীরায় এক হাজার ময়লার ঝুড়ি স্থাপন ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নে সাতক্ষীরা শহরে এক হাজার ময়লার ঝুড়ি স্থাপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে গতকাল।
গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা কালেক্টরেট গেটের সম্মুখে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসন আয়োজিত এই কর্মসূচি উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, আসুন সকলে মিলে সাতক্ষীরাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জেলা হিসেবে গড়ে তুলি। আজ যেসব ঝুড়ি স্থাপন করা হচ্ছে, দোকানদার ও ক্রেতারা ময়লা আবর্জনা বাইরে না ফেলে এই ঝুড়িতে ফেলবেন। সকলকে এ কাজে উদ্বুদ্ধ করবেন। সকলে মিলে চেষ্টা করলে জেলা প্রশাসনের এই কমর্সূচি অবশ্যই সফল হবে।
এ সময় অতিথিবৃন্দ দোকানদারদের নিজের দোকানের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান।
No comments
please do not enter any spam link in the comment box.